Logo
×

Follow Us

আফ্রিকা

লিবিয়ার সাহারা মরুভূমিতে মানব পাচারকারীদের ভয়ংকর নেটওয়ার্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ০৯:৩৬

লিবিয়ার সাহারা মরুভূমিতে মানব পাচারকারীদের ভয়ংকর নেটওয়ার্ক

লিবিয়ার সাহারা মরুভূমি হয়ে ইউরোপে পৌঁছানোর স্বপ্নে হাজারো অভিবাসী যাত্রা শুরু করেন। কিন্তু সেই পথ হয়ে উঠছে ভয়ংকর এক দুঃস্বপ্ন। মানব পাচারকারীরা তাদের আটক করে নির্যাতন চালাচ্ছে এবং মুক্তিপণের নামে পরিবার থেকে টাকা আদায় করছে। সিএনএনের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র।  

প্রতিবেদনে বলা হয়েছে, পাচারকারীরা অভিবাসীদের ওপর চালানো নির্যাতনের ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে এসব ভিডিও পরিবারকে পাঠিয়ে মুক্তিপণ দাবি করছে। অনেক ক্ষেত্রে হাজার হাজার ডলার দাবি করা হচ্ছে। পরিবারগুলো প্রিয়জনকে বাঁচাতে মরিয়া হয়ে অর্থ পাঠাচ্ছে, কিন্তু মুক্তির নিশ্চয়তা নেই।  

অভিবাসীরা জানাচ্ছেন, তাদের মরুভূমির বিভিন্ন স্থানে আটক করে রাখা হয়। খাবার ও পানির অভাব, শারীরিক নির্যাতন এবং ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। অনেককে মারধর, বৈদ্যুতিক শক কিংবা অমানবিক অবস্থায় রাখা হয়। এভাবে তারা শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়ছেন।  

সাহারা মরুভূমি হয়ে ইউরোপে পৌঁছানোর রুটে শক্তিশালী পাচারকারীদের নেটওয়ার্ক সক্রিয়। তারা অভিবাসীদের প্রতিশ্রুতি দেয় নিরাপদে ইউরোপে পৌঁছে দেওয়ার। কিন্তু বাস্তবে তাদের আটক করে নির্যাতন চালানো হয়। এই নেটওয়ার্ক আন্তর্জাতিকভাবে বিস্তৃত, যেখানে স্থানীয় গোষ্ঠী থেকে শুরু করে সীমান্তের দালালরা যুক্ত রয়েছে।  

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি আধুনিক যুগের দাসত্বের মতো। অভিবাসীদের জীবন নিয়ে খেলা করা হচ্ছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, যেন লিবিয়া ও সাহারা অঞ্চলে মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।  

লিবিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতায় ভুগছে। সীমান্তে দুর্বল নিয়ন্ত্রণ এবং সংঘাতের কারণে পাচারকারীরা সহজেই সক্রিয় হতে পারছে। ইউরোপে ভালো জীবনের আশায় অভিবাসীরা ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছেন। কিন্তু সেই পথ হয়ে উঠছে মৃত্যুর ফাঁদ।

প্রতিবেদনে বলা হয়েছে, পাচারকারীরা অভিবাসীদের পরিবার থেকে যে অর্থ আদায় করছে, তা দিয়ে তারা নিজেদের নেটওয়ার্ক আরো শক্তিশালী করছে। ফলে এই চক্র ভাঙা কঠিন হয়ে পড়ছে। অনেক পরিবার ঋণ করে বা সম্পদ বিক্রি করে মুক্তিপণ দেয়, কিন্তু প্রিয়জনকে ফেরত পায় না।  

বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইন প্রয়োগ নয়, অভিবাসীদের জন্য নিরাপদ পথ তৈরি করতে হবে। একই সঙ্গে লিবিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি। আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়।  

সাহারা মরুভূমি হয়ে ইউরোপে যাওয়ার পথে অভিবাসীরা মানব পাচারকারীদের হাতে ভয়ংকর নির্যাতন ও মুক্তিপণের ফাঁদে পড়ছেন। এটি শুধু লিবিয়ার সমস্যা নয়, বরং বৈশ্বিক মানবাধিকার সংকট। অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ প্রয়োজন।  

Logo