Logo
×

Follow Us

আফ্রিকা

দুই দশক পর মিসরে খোলা হলো বিশাল প্রত্নতাত্ত্বিক জাদুঘর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৯:৪৯

দুই দশক পর মিসরে খোলা হলো বিশাল প্রত্নতাত্ত্বিক জাদুঘর

মিসর অবশেষে আনুষ্ঠানিকভাবে খুলে দিল বিশ্বের অন্যতম বৃহৎ প্রত্নতাত্ত্বিক জাদুঘর গ্র্যান্ড মিসরিয়ান মিউজিয়াম (GEM)। ১ নভেম্বর ২০২৫ তারিখে রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রায় দুই দশকের অপেক্ষার পর কায়রোর গিজা পিরামিডের নিকটবর্তী এই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

জাদুঘরটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার। এটি ৫ লাখ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এবং এতে রয়েছে প্রায় ১ লাখ ৭ হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর মধ্যে রয়েছে তুতানখামেনের সম্পূর্ণ সংগ্রহ, যা প্রথমবারের মতো এক ছাদের নিচে প্রদর্শিত হচ্ছে।

জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিসরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি এবং সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা জানান, মিউজিয়াম শুধু একটি জাদুঘর নয় বরং এটি মিসরের ইতিহাস, ঐতিহ্য এবং পর্যটন শিল্পের জন্য একটি নতুন যুগের সূচনা।

জাদুঘরের স্থাপত্যে আধুনিকতা ও প্রাচীন মিসরীয় শিল্পের সংমিশ্রণ রয়েছে। বিশাল কাচের দেয়াল, পিরামিডের ছায়া এবং নীল নদের নিকটবর্তী অবস্থান এটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলেছে। মিউজিয়ামে রয়েছে থ্রিডি প্রদর্শনী, ডিজিটাল গাইড, এবং ইন্টারঅ্যাকটিভ শিক্ষা কেন্দ্র, যা দর্শনার্থীদের জন্য ইতিহাসকে জীবন্ত করে তুলবে।

মিশরীয় কর্তৃপক্ষ আশা করছে, এই জাদুঘর বছরে প্রায় ৫ মিলিয়ন পর্যটক আকর্ষণ করবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিউজিয়ামেে মাধ্যমে মিসর তার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে বিশ্বদরবারে আরো দৃঢ়ভাবে তুলে ধরতে পারবে।

জাদুঘরটি পর্যায়ক্রমে পুরোপুরি চালু হবে এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য বিশেষ প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজনও থাকবে।

Logo