Logo
×

Follow Us

আফ্রিকা

মিসরে পাঁচ বছরের ভিসাধারীদের জন্য থাকার মেয়াদ বাড়ল ১৮০ দিনে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১

মিসরে পাঁচ বছরের ভিসাধারীদের জন্য থাকার মেয়াদ বাড়ল ১৮০ দিনে

মিসর সরকার পাঁচ বছরের ভিসাধারীদের জন্য দেশটিতে অবস্থানের মেয়াদ বাড়িয়ে ১৮০ দিন করেছে। আগে এই ভিসায় সর্বোচ্চ ৯০ দিন থাকার অনুমতি থাকলেও নতুন নিয়মে এখন একবারে ছয় মাস পর্যন্ত মিসরে অবস্থান করা যাবে। দেশটির অভ্যন্তরীণ ও অভিবাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এই পরিবর্তন মূলত পর্যটন, ব্যবসা এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই নেওয়া হয়েছে। মিসরের পর্যটন মন্ত্রণালয় আশা করছে, দীর্ঘমেয়াদি অবস্থানের সুযোগ পর্যটকদের আকৃষ্ট করবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

নতুন নিয়মে কী থাকছে

- পাঁচ বছরের ভিসাধারীরা এখন একবারে ১৮০ দিন পর্যন্ত মিসরে থাকতে পারবেন

- ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত একাধিকবার দেশটিতে প্রবেশের সুযোগ থাকবে

- ভিসার মেয়াদ পাঁচ বছর হলেও প্রতিবার প্রবেশে ১৮০ দিনের সীমা প্রযোজ্য

এই নিয়ম মূলত তাদের জন্য প্রযোজ্য, যারা পর্যটন, ব্যবসা, শিক্ষা বা চিকিৎসার উদ্দেশ্যে মিসরে নিয়মিত যাতায়াত করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার অনেক দেশের নাগরিক এই সুবিধা পাবেন।

মিসর পর্যটন খাতে বৈচিত্র্য আনতে এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দীর্ঘমেয়াদি ভিসা সুবিধা চালু করেছে। দেশটির রেড সি উপকূল, পিরামিড, লুক্সর ও আসওয়ানসহ ঐতিহাসিক স্থানগুলোতে পর্যটকদের আগমন বাড়াতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

মিসরের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়মে আবেদনকারীদের নিরাপত্তা যাচাই, ভ্রমণের উদ্দেশ্য এবং আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়া হবে। ভিসা নবায়ন বা মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত মিসরের পর্যটন ও ব্যবসা খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা আনবে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে মিসরের অবস্থান আরো শক্তিশালী হবে।

তথ্যসূত্র: ইজিপশিয়ান স্ট্রিটস

Logo