আফ্রিকার যে তিনটি দেশ দিচ্ছে গোল্ডেন ভিসার সেরা অফার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:৩২

আফ্রিকায় বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া গোল্ডেন ভিসা কর্মসূচি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এমএসএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দৌড়ে এগিয়ে রয়েছে তিনটি দেশ- মরক্কো, দক্ষিণ আফ্রিকা ও মরিশাস।
মরক্কো: মরক্কো সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য রিয়েল এস্টেট, কৃষি ও পর্যটন খাতে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ দিচ্ছে। দেশটির স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং ইউরোপের কাছাকাছি অবস্থান এটিকে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকা “বিজনেস ভিসা” নামে একটি কর্মসূচি চালু করেছে, যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যায়। প্রযুক্তি, উৎপাদন ও পরিবেশবান্ধব উদ্যোগে বিনিয়োগকারীদের অগ্রাধিকার দেওয়া হয়। দেশটির উন্নত অবকাঠামো ও বৈচিত্র্যময় সংস্কৃতি বিদেশিদের আকৃষ্ট করছে।
মরিশাস: এই দ্বীপ রাষ্ট্রটি “প্রিমিয়াম রেসিডেন্স স্কিম” চালু করেছে, যেখানে বিদেশিরা রিয়েল এস্টেট বা ব্যবসায় বিনিয়োগ করে দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগ পান। কর সুবিধা, নিরাপদ জীবনযাত্রা এবং পর্যটন খাতের প্রসার মরিশাসকে গোল্ডেন ভিসার জন্য আদর্শ গন্তব্যে পরিণত করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকার এই দেশগুলো শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করছে। গোল্ডেন ভিসা কর্মসূচি স্থানীয় কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখছে।
তথ্যসূত্র: MSN