Logo
×

Follow Us

আফ্রিকা

লিবিয়ায় ১,৫০০ অভিবাসী আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫

লিবিয়ায় ১,৫০০ অভিবাসী আটক

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বাঞ্চলে সপ্তাহান্তে পরিচালিত এক বড় ধরনের অভিযানে ১,৫০০-এর বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। এই অভিযানকে “পরিদর্শন” হিসেবে অভিহিত করেছেন লিবিয়ার শ্রমমন্ত্রী আলি আল-আবেদ, যিনি নিজে উপস্থিত ছিলেন।

আটককৃতদের মধ্যে রয়েছে বিভিন্ন দেশের নাগরিক, যাদের বাসস্থান, স্বাস্থ্য নথি ও বৈধ পাসপোর্ট ছিল না। অভিযান চলাকালে অবৈধ ও অনিরাপদ আবাসন ইউনিট শনাক্ত করা হয়, যা স্বাস্থ্য ও কর্মস্থলের নিরাপত্তা মানদণ্ড পূরণ করে না। আটক অভিবাসীদের অ্যান্টি-ইলিগ্যাল ইমিগ্রেশন অথরিটির নিয়ন্ত্রিত কেন্দ্রে স্থানান্তর করা হবে।

এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, অভিযানের লক্ষ্যস্থলটি ছিল উঁচু প্রাচীরঘেরা একটি এলাকা, যেখানে মুদি দোকান, কসাইখানা ও সবজি বিক্রেতাসহ মৌলিক অবকাঠামো বিদ্যমান। ধারণা করা হচ্ছে, এখানে মিসরীয় ও সাব-সাহারান আফ্রিকান অভিবাসীরা অস্থায়ীভাবে বসবাস করছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে জাতীয় আইনের আওতায় মামলা করা হবে, তবে নির্বাসনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো লিবিয়ার আটক কেন্দ্রে কঠোর ও অমানবিক পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে।

এই অভিযানকে অনেকে রাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছেন, যেখানে অভিবাসীরা ভূ-রাজনৈতিক খেলায় পণ্যে পরিণত হচ্ছেন।

তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস

Logo