বাহরাইনের মানামায় যুবদলের দোয়া মাহফিল
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ২০:২১
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন শাখার উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। কোরআন তেলাওয়াত করেন যুবনেতা মহিন উদ্দিন মুন্সী।
রাজধানী মানামার ভিলেজ বাংলা রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবনেতা আবুল বাশার তালুকদার। যৌথভাবে সঞ্চালনা করেন যুবনেতা মাকসুদ আলম ও গাজী মোহাম্মদ ইব্রাহীম খলিল। শুভেচ্ছা বক্তা সরদার রুবেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন মুকুল, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সোহাগ, যুবনেতা কামরুজ্জামান, জামশেদ আলম, জনি চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, গাজী আনিস, রবিউল ইসলাম, রাশেদ আহমেদ, নাজমুল হাসান, শাওন কবির, রাসেল বেপারী, রাজিব আপন, মনির খান, আলমগীর হোসেন, জাফর শেখসহ বিভিন্ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত আলোচনার পর মরহুমা বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সবার মঙ্গল, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেও প্রার্থনা করা হয়।
logo-1-1740906910.png)
