বাহরাইনে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের সুপার ফাইভ কমিটি গঠন
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:৩১
বাহরাইনে বসবাসরত চাঁদপুর জেলার জাতীয়তাবাদী আদর্শের প্রবাসীদের সমন্বয়ে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম বাহরাইনের সুপার ফাইভ কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মানামার ভিলেজ বাংলা রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এক সভায় চাঁদপুর জেলার ৮ উপজেলার প্রবাসী জাতীয়তাবাদী সমর্থকদের উপস্থিতিতে কণ্ঠভোট ও সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেন কচি। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী।
সভায় সভাপতি হিসেবে নির্বাচিত হন আরিফ খান ইমন। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফিরোজ আলম কিরণ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহসিন চৌধুরী রিপন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন আরিফ দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল বাশার।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও সংগঠিতভাবে জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নিতে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুপার ফাইভ কমিটির মতামতের ভিত্তিতে শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং বৃহৎ পরিসরে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানান নেতারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবনেতা আলাউদ্দিন গাজী।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
logo-1-1740906910.png)
