Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

নাইমুর রহমান শান্ত, বাহরাইন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ২১:১৩

বাহরাইনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত

বাহরাইনে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানামার ওয়াটার গার্ডেন-সংলগ্ন কানু মসজিদে এ গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানাজায় ইমামতি করেন কানু মসজিদের ইমাম ও খতিব শেখ সাহেব এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন মসজিদের সহকারী ইমাম মাওলানা নজরুল ইসলাম।

গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার এনডিসি। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রমিক) মাহফুজুর রহমান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) ইলিয়াসুর রহমানসহ দূতাবাসের সিনিয়র কর্মকর্তারা।

অনুষ্ঠানে বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সভাপতি ফয়সাল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলের শীর্ষ নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান মুয়িজ চৌধুরী, বিএনপি বাহরাইন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আকবর হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দীন আহমেদ, প্রধান উপদেষ্টা সাবের আহমেদ, সিনিয়র উপদেষ্টা খ ম আশরাফ উদ্দীন, সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোকবুল হোসেন মুকুল ও দেলোয়ার হোসেন ভূঁইয়া, দপ্তর সম্পাদক নাজমূল হাসান সোহাগ, সাধারণ সম্পাদক লিমন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল ইসলামসহ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর নেতারা।

এছাড়া দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহরাইনস্থ তালেমুল কোরআন (জামায়াতে ইসলামী) কেন্দ্রীয় কমিটির নেতা মোহাম্মদ সেলিম হোসেন ও সালাউদ্দীনসহ অন্যান্য নেতারা।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাহরাইন শাখার নেতাকর্মী ও প্রতিনিধিরা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাহরাইনের বিভিন্ন শহর থেকে আগত বিপুলসংখ্যক জিয়াপ্রেমী প্রবাসী বাংলাদেশিও দোয়া ও জানাজায় অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাতে উপস্থিত সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিয়া পরিবার এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করেন।

Logo