Logo
×

Follow Us

প্রবাসের খবর

আমিরাতে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া মাহফিল

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৪

আমিরাতে খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে দোয়া মাহফিল

সংযুক্ত আরব আমিরাত বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৩ ডিসেম্বর) রাতে দুবাইয়ের একটি রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আরব আমিরাত বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এড. শেখ শহীদুল হক ও মোহাম্মদ ইদ্রিসের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাই তার সুস্থতা আজ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের অব্যাহত "অন্যায়ের শিকার" হয়ে আজ তিনি গুরুতর অসুস্থ। তারা আরো বলেন, মায়ের মতো নেতা বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, সমগ্র জাতির সম্পদ। তার সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরো শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরব আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী, আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নবাব, ইউএই বিএনপির সাবেক সহসভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ, এডভোকেট শেখ শহিদুল ইসলাম, নুরুন্নবী ভূঁইয়া, প্রকৌশলী মোহাম্মদ আলী, জাহিদুল ইসলাম, বাংলাদেশ সমিতি শারজাহ ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহাদাত হোসেন, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু মনসুর, হুমায়ুন কবির, মো. জানে আলম জনি, হিরো করিম, এনামুল হক, মোহাম্মদ বাচ্চু, মো. নোমান, মোহাম্মদ ইয়াসিন, মো. জলিল, তাজুল ইসলামসহ আরো অনেকে।

বক্তারা আরো বলেন, বেগম জিয়া দেশ ও মানুষের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার সুস্থতা কামনায় বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা দোয়া করছে। 

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দেশের শান্তি, স্থিতিশীলতার জন্যও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দুবাই বিএনপির সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

Logo