Logo
×

Follow Us

প্রবাসের খবর

৭ নভেম্বর উপলক্ষে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম, ইউএইর আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২২:৩২

৭ নভেম্বর উপলক্ষে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম, ইউএইর আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে আলোচনা সভা ও মিলনমেলার আয়োজন করেছে মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম, সংযুক্ত আরব আমিরাত। শনিবার (৮ নভেম্বর) রাতে শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী চৌধুরী ও শামসুল আরিফ ভূঁইয়া যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত জাতীয়তাবাদী ফোরামের প্রধান উপদেষ্টা মো. মহিউদ্দিন মোমিন এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুর উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মো. ওমর ফারুক, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম সনি, মো. শহিদুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা খান, মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম খানসাব, নূর হোসেন খোকন, মো. রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, এ দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় ঐক্য, সংহতি ও স্বাধীনতার পক্ষে গণআন্দোলনের এক অনন্য অধ্যায়। বক্তারা দেশপ্রেম, গণতন্ত্র ও দলীয় আদর্শে অবিচল থাকার আহ্বান জানান। এছাড়া সভায় বক্তারা নিজ এলাকা মিরসরাই বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. নুরুল আমিনের পক্ষে সমর্থন ও ভোট প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ ৭ নভেম্বরের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Logo