Logo
×

Follow Us

প্রবাসের খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইউএই বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৩:৩৫

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইউএই বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাতে দুবাইয়ের এক্সেলেসর শেরাটন হোটেলের বলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএই বিএনপির সাবেক উপদেষ্টা মোহাম্মদ আজিম উদ্দিন। দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইদ্রিস ও যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী শরাফত আলী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম নওয়াব। বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম খান, মো. নুর নবী ভূঁইয়া, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ গোলাপ মিয়া, প্রকৌশলী মফিজুল ইসলাম, আজিজুল ইসলাম রিটু, তেজগাঁও যুবদলের সভাপতি মোহাম্মদ সোলায়মান, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল মনসুর, দুবাই যুবদলের সাবেক সভাপতি মাহমুদুল হাসান ফেরদৌস, সারজাহ বিএনপির সহসভাপতি সৈয়দ জামাল, দুবাই বিএনপির সহসভাপতি মো. জানে আলম, যুবদল নেতা মিজানুর রহমান, মোহাম্মদ তারেক, নাসের ভূঁইয়া, দুবাই যুবদলের সভাপতি ইউনুচ বাচ্চু, মো. মাসুদসহ বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি যখন রাজনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি, তখন সিপাহি ও জনতার ঐক্যবদ্ধ বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র নস্যাৎ করে দেয়। সেই দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করা হয়, যিনি পরবর্তী সময়ে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন।

বক্তারা আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আজও গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক হয়ে আছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম রাউজান আসনে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় হাইকমান্ডের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।

Logo