ইতালির রোমের প্রবাসী ব্যবসায়ী হাসাদুর রহমানের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ২৩:৫১
ইতালির রোমের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সহসভাপতি হাসাদুর রহমান হান্নানের সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোমের তরপীনাত্তরা মুসলিম কমিউনিটি সেন্টার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল, সহসভাপতি শরীফ উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য সাইফুল ইসলাম বেপারি মোজাম্মেল হোসেন মোল্লা ও মোজাম্মেল হক।
এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, প্রচার সম্পাদক জাহেদুল হক সোহেলসহ প্রবাসী বাংলাদেশি ও ধর্মপ্রাণ মুসল্লিরা। দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা জসিম উদ্দিন। এ সময় উপস্থিত সবাই প্রবাসী কল্যাণ পরিষদের সহসভাপতি হাসাদুর রহমান হান্নানের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।
উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি সময়ে অসুস্থতাজনিত কারণে রোমের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন হাসাদুর রহমান হান্নান। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
তার সুস্থতা কামনায় সংগঠনের নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা দেশ-বিদেশের সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
logo-1-1740906910.png)
