কুমিল্লা বিভাগ চেয়ে বাহরাইনের মানামায় প্রবাসীদের সভা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২২:০৭
কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন বাহরাইনের বৃহত্তর কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের নেতারা। ১২ অক্টোবর বাহরাইনের রাজধানী মানামার ইন্টারন্যাশনাল হোটেলে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তারা এ দাবি জানান।
কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরাম বাহরাইনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং আক্তারুজ্জামান সরকার, ফিরোজ আলম কিরণ ও জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আইনুল হক সরকার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আকবর হোসেন কচি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা প্রবাসী কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
বক্তারা জানান, দ্রুত বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিকট স্মারকলিপি প্রদান করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম, আব্দুল গনি মজুমদার, খায়রুল বাসার, ইমন, ইমরান, মোহাম্মদ সেলিম, মোস্তাক আহমেদ, কামাল উদ্দিন, চৌদ্দগ্রাম সোসাইটির সভাপতি মামুন আবদুস সাত্তার, শাহাবুদ্দিন, মেঘনা প্রবাসী ঋণদান সমিতির সভাপতি নুরুল হক, আবুল বাসার, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, শাহনেওয়াজ, আবুল কালাম রাজ, ফোরকান আহাম্মেদ, আরিফ দেওয়ান, সেলিম আহাম্মেদ, মিনহাজ, সোহাগ মজুমদার, আমজাদ, ইলিয়াছ চৌধুরী, ইউসুফ মোল্লা, আলাউদ্দিন গাজী, লিটনসহ অনেকে।
পরে মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন শাহজাহান।
logo-1-1740906910.png)
