প্রবাসের টুকরো খবর
সৌদি আরবে অনুষ্ঠিত হলো প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির অভিষেক ও সংবর্ধনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:১৬
প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি সৌদি আরব পূর্বাঞ্চল রিয়াদের উদ্যোগে অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. আলমগীর কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. উমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল হাসান পলাশ, ফারুক আহমেদ চাঁন, মো. জাহাঙ্গীর আলম, মিজানুর রহমানসহ নোয়াখালী জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে হলে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
logo-1-1740906910.png)