Logo
×

Follow Us

প্রবাসের খবর

নাইমুর রহমান শান্ত, বাহরাইন থেকে

বাহরাইনের হামেলায় চালু হলো বাংলাদেশি ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রতিষ্ঠান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:৫১

বাহরাইনের হামেলায় চালু হলো বাংলাদেশি ট্যুর অ্যান্ড ট্রাভেল প্রতিষ্ঠান

বাহরাইনের হামেলা এলাকায় বাস বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির। সেখানকার রেমিট্যান্স যোদ্ধাদের দেশে বিমানের টিকিট কাটা, আউটপাস নেওয়া, ইন্স্যুরেন্স, ওমরাহ ভিসা, অন্যান্য ভ্রমণসহ যাবতীয় সেবা নিতে এতদিন যেতে হতো অন্য এলাকায়। ছুটিতে বাড়ি যেতে কিংবা অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত সেবা প্রাপ্তির জন্য আশপাশে ভালো কোনো ট্রাভেল এজেন্সি না থাকায় ছুটি নিয়ে কিংবা কাজ ফেলে রেখে যেতে হয় অন্য এরিয়ায়। এতে করে সময়ের যেমন অপচয় হয়, তেমনি হতো কাজের ক্ষতি। 

সেই সমস্যা সমাধানে হামেলা এলাকাতেই চালু হলো বাংলাদেশি মালিকানায় ট্যুর ও ট্রাভেল প্রতিষ্ঠান। প্রবাসীরা বলছেন, হামেলায় বাংলাদেশি প্রতিষ্ঠান হ্যাভেন ট্যুরস ডব্লিউ এল এল চালু হওয়ায় বিমানের টিকিট কাটা থেকে শুরু করে ওমরাহ ভিসা পাওয়াসহ ভ্রমণ সুবিধা এখন সহজেই পাওয়া যাবে। যাতে উপকারভোগী হবেন হামেলা ও আশপাশের অন্তত ২০ হাজার প্রবাসী বাংলাদেশি।  

গত ২৬ সেপ্টেম্বর হামেলায় হেভেন ট্যুরস প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাহরাইনি শেখ কামাল হুমুদ আল দাহের, শায়েখ ইউসুফ সামী আল জিয়ানী ও শেখ আবিদ হুমুদ আল দাহের। বাহরাইন প্রবাসী বাংলাদেশি দাউদুল ইসলাম ও শাখাওয়াত হোসেনের মিলিত প্রচেষ্টায় নতুন এই প্রতিষ্ঠান থেকে প্রবাসী বাংলাদেশিদের অগ্রাধিকারের ভিত্তিতে সেবা দেওয়ার পাশাপাশি কনসালট্যান্সি সেবা দেওয়াও তাদের পরিকল্পনায় রয়েছে। 

প্রবাসীরা মনে করেন, দেশি মালিকানার প্রতিষ্ঠান হওয়ায় তারা সহজেই এখন থেকে সেবা নিতে পারবেন, প্রতারণা থেকেও মুক্তি পাবেন।

Logo