ঈদে মিলাদুন্নবী উপলক্ষে উম্ম আল কোয়াইনে মিলাদ মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কোয়াইনে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৩ সেপ্টেম্বর একটি ফার্ম হাউসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণেই নিহিত রয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ। তার জীবনাদর্শে রয়েছে মানবজাতির জন্য পরিপূর্ণ পথনির্দেশনা ও কল্যাণ।
বক্তারা আরো বলেন, আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম রাসুল (সা.)-কে ভালোবাসতে হবে এবং তার দেখানো পথে জীবন পরিচালনা করতে হবে। শারজাহ প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ আলী জাহাঙ্গীর ও ব্যবসায়ী আবু মোহাম্মদ খোরশেদ এই মিলাদ মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও রাসুল (সা.)-এর জীবন ও শিক্ষার উপর আলোচনার মাধ্যমে উপস্থিত মুসলিম সম্প্রদায়কে তার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু জাফর, আব্দুল আলিম, শেখ মোহাম্মদ আলম, প্রকৌশলী জিল্লুর রহমান, ইসমাইল গনি চৌধুরী, জাগির হোসেন চুটু, সাইফুদ্দিন আহমেদ, মাওলানা জামাল উদ্দিনসহ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা সপরিবারে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা আয়োজনে একটি পারিবারিক ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করে।
মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় আরব নাগরিক শেখ আবদুস সালাম।
- সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত থেকে