Logo
×

Follow Us

প্রবাসের খবর

সৌদি থেকে আবুল বশির

রিয়াদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭

রিয়াদে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে গালফ টলেডো হোটেলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রবাসী লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আল মামুন এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহমান ভূঁইয়া।

বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুন অর রশিদ হারুন, ভিপি রেজাউল করিম লিটন ও আলহাজ আবু সাঈদ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আবুল খায়ের, উজ্জ্বল সুমন পাটোয়ারী, মোহাম্মদ কামাল, মো. আল হেলাল, শাহজাহান সম্রাটসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


Logo