Logo
×

Follow Us

প্রবাসের খবর

সৌদিতে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ

চিটাগং জায়ান্টসে চুক্তিবদ্ধ হলেন সৌদি জাতীয় দলের অধিনায়ক হিসাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৮

চিটাগং জায়ান্টসে চুক্তিবদ্ধ হলেন সৌদি জাতীয় দলের অধিনায়ক হিসাম

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে চিটাগাং জায়ান্টসে চুক্তিবদ্ধ হয়েছেন সৌদি জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ হিসাম। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তান থেকে দুই প্লেয়ার যুক্ত হবেন এই দলে। সৌদির রিয়াদে এক সংবাদ সম্মেলনে চিটাগং জায়ান্টসের পক্ষ থেকে এ কথা জানানো হয়। 

সৌদি আরবে প্রবাসীদের সবচেয়ে বড় ক্রিকেট আসর প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ উপলক্ষে রিয়াদের অভিজাত চিটাগং রেস্টুরেন্টের হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করে চিটাগং জায়ান্টস দল।

মো. আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চিটাগং জায়ান্টস দলের কর্ণধার মো. কারী আব্দুল (হাকিম)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের চেয়ারম্যান মো. মকবুল পাটোয়ারী (রুবেল)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মো. হাজি সেলিম, মো. আবছার, মো. হাসান এবং সহকারী টিম ম্যানেজার ইমাম মাহাদীসহ আরো অনেকে। 

সংবাদ সম্মেলনে দলের কর্মকর্তারা জানান, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় এই আয়োজনে অংশ নিতে প্রস্তুত দলটি। চিটাগং জায়ান্টস শুধু একটি ক্রিকেট দল নয়, বরং এটি প্রবাসীদের মিলনমেলা, যেখানে খেলাধুলার মাধ্যমে একে অপরের সঙ্গে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের সম্পর্ক আরো দৃঢ় হবে।


Logo