অস্ট্রেলিয়া ভ্রমণে যেসব জিনিস নেওয়া যাবে না

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯

অস্ট্রেলিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে ব্যাগ গোছানোর আগে জেনে নিন দেশটির কঠোর বায়োসিকিউরিটি আইন। সামান্য ফুলের মালা থেকেও হতে পারে হাজার ডলারের জরিমানা, এমনকি বাতিল হতে পারে ভিসা। সম্প্রতি মালায়লাম অভিনেত্রী নভ্যা নায়ার মেলবোর্ন বিমানবন্দরে মাত্র ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের মালা বহনের কারণে ১ হাজার ৯৮০ মার্কিন ডলার জরিমানা গুনেছেন।
অস্ট্রেলিয়ার পরিবেশ ও কৃষি সুরক্ষায় দেশটি বিশ্বের অন্যতম কঠোর বায়োসিকিউরিটি নীতি অনুসরণ করে। যে কোনো বহিরাগত জীবাণু, কীটপতঙ্গ বা রোগ যাতে প্রবেশ না করে, সে জন্য শতাধিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
এসবের মধ্যে রয়েছে:
উপকরণ ও উদ্ভিদজাত সামগ্রী: ফুল, বীজ, কাঠের তৈরি সামগ্রী, ভেষজ ও হোমমেড খাবার
অস্ত্র ও বিপজ্জনক বস্তু: ছুরি, তলোয়ার, ইলেকট্রিক শক ডিভাইস, পিপার স্প্রে
নিষিদ্ধ ওষুধ ও রাসায়নিক: হরমোন, সিডেটিভ, অনুমতি ছাড়া প্রেসক্রিপশন মেডিসিন
সাংস্কৃতিক ও ঐতিহাসিক সামগ্রী: পতাকা, প্রতীক, প্রাচীন শিল্পকর্ম, জীবাশ্ম
অন্যান্য: রাফ ডায়মন্ড, মানব রক্ত ও টিস্যু, কাভা, পর্নোগ্রাফি, সিগন্যাল জ্যামার, আত্মহত্যা-সম্পর্কিত যন্ত্র
এসব সামগ্রী বহনের ক্ষেত্রে যাত্রীরা সম্মুখীন হতে পারে:
- বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও ব্যাগ তল্লাশি
- সামগ্রী জব্দ ও ধ্বংস
- তাৎক্ষণিক জরিমানা (হাজার ডলার পর্যন্ত)
- ভিসা বাতিল বা প্রবেশে বাধা
- গুরুতর ক্ষেত্রে জেল বা স্থায়ী নিষেধাজ্ঞা
অস্ট্রেলিয়া সরকার পরামর্শ দিয়েছে, ভ্রমণকারীরা যেন যাত্রার আগে সরকারি নিষিদ্ধ সামগ্রীর তালিকা দেখে নেন এবং কাস্টমসে সবকিছু সৎভাবে ঘোষণা করেন। বিশেষ করে নিজে তৈরি খাবার, ফুল, বীজ বা উদ্ভিদজাত কিছু বহনের আগে নিশ্চিত হতে হবে, তা অনুমোদিত কিনা।
অস্ট্রেলিয়ার এই কঠোর নিয়ম শুধু আইন রক্ষার জন্য নয়, বরং দেশটির কৃষি, প্রাণিসম্পদ ও পরিবেশকে রক্ষা করার জন্য। তাই সচেতনতা ও সতর্কতা- এই দুই-ই হতে পারে আপনার ভ্রমণকে ঝামেলামুক্ত ও নিরাপদ রাখার চাবিকাঠি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া